দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে এই আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ২ নভেম্বর (বুধবার) তিন বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার সেদিন এ আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার উচ্চ আদালতে আপিল করেন আবদুর রহমান বদি।