দর পতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৭ ১৬:১৪:৩৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১২৪ বারে ১৭ লাখ ৩৩ হাজার ৯২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৫ বারে ৫১ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২ বারে ৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– পিপুলস লিজিংয়ের ৩.৫৭ শতাংশ, সোনাঁলী আঁশের ৩.৪৩ শতাংশ, জুট স্পির্নার্সের ৩.৩৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ২.৯৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২.৯৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২.৫ শতাংশ এবং বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার দর ২.৩৯ শতাংশ কমেছে।

 

এসকেএস