সালমান খান তার সাত মাস বয়সী আদরের ভাগ্নে আহিলের সঙ্গে বরাবরই দারুণ উৎফুল্ল থাকেন। মামার আহ্লাদে ভাগ্নে আহিলও আটখানা! এবার নিজের প্রিয় ফিরোজা রঙা ব্রেসলেট আহিলকে উপহার দিয়ে বলিউডের সুপারস্টার সালমান এবার প্রমাণ করলেন, তিনি সেরা নায়কই নন, তিনি সেরা মামাও।
ব্রেসলেটটিকে নিজের সৌভাগ্যের প্রতীক মনে করেন সল্লু। তিনি এটা উপহার পেয়েছিলেন বাবা চিত্রনাট্যকার সেলিম খানের কাছ থেকে। ব্রেসলেটটি তার ভক্তদেরও খুব প্রিয়। অনেকেই দেখতে একই রকম ব্রেসলেট পরে।
আহিলের মা ও সালমানের বোন অর্পিতা খান শর্মা ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে এ খবর দিলেন। এগুলোতে দেখা যাচ্ছে, ব্রেসলেটটি মুখে দিয়ে রেখেছে সে। মা কাছে না থাকলেই আহিল এটা-সেটা মুখে দিতে পারেও বলে জানান তিনি।
অর্পিতা ক্যাপশনে লিখেছেন, ‘অভিভাবকদের জন্য নির্দেশনা- সবকিছুই মুখে নিতে দেওয়া ঠিক নয়। আমি বাইরে যাওয়ার পর আহিল এসব করতে পেরেছে। মামু, মাসি তাকে মাথায় তুলেছে!’