ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনের শীর্ষে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭ শতাংশ। বুধবার এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দরপতন।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২৮৯ বারে ৩১ লাখ ২৯ হাজার ২৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস। আজ শেয়ারটির দর ১ টাকা বা ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ৫০৮ বারে ১০ লাখ ৭৩ হাজার ৯৩৬টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি অটোকার্সের ৫ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ২০ শতাংশ দর কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে অ্যান্ড কিউ, দুলামিয়া কটন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, মডার্ন ডাইং, পাওয়ার গ্রীড ও লিবরা ইনফিউশন।