দর বৃদ্ধির শীর্ষে এইচ. আর. টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৮ ১৬:৩৬:৪৭
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এইচ. আর. টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ হাজার ৮১ শতাংশ। কোম্পানিটি ৪৫৫ বারে ২ লাখ ৭৬ হাজার ৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মীর আক্তারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ৭৬৮ বারে ৯ লাখ ৯৫ হাজার ৬৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৭ বারে ২৬ লাখ ৮৪ হাজার ৩৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ন্যাশনাল পলিমারের ৬.১৭ শতাংশ, নাহি ক্যাপিটালের ৫.২৩ শতাংশ, এনআরবি ব্যাংকের ৫.১৪ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৮৩ শতাংশ, এক্সিম ব্যাংকের ৪.৬১ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৪.১৬ শতাংশ এবং আরএকে সিরামিকসের ৪.০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস