জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির পরিচালক নিশাতকে ওএসডি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-২৮ ২০:৫৬:৪৩
জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির পরিচালক (যুগ্মসচিব) কাজী নিশাত রাসুলকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিএইচ