মেসিকে রেখেই দ্য বেস্টের তালিকা প্রকাশ করলো ফিফা, আছেন রদ্রি-ভিনিও
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-২৯ ১৮:১০:০৮
লিওনেল মেসিকে রেখেই বর্ষসেরা ফুটবলার পুরস্কার দ্য বেস্টের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফিফা। এছাড়াও এই তালিকায় আছেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি তরুণ লামিন ইয়ামাল, ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেরা। বর্ষসেরা কোচের তালিকায় আছেন রিয়াল গুরু কার্লো আনচেলত্তি, আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তাছাড়াও গোলরক্ষকের তালিকায় আছেন এমিলিয়ানো মার্টিনেজ, রায়া, এডারসনরা।
বছর জুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য ফুটবলারদের পুরস্কৃত করে আসছে নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য অপেক্ষায় থাকেন ফুটবলার থেকে শুরু করে ভক্তরাও। প্রিয় ফুটবলার জিতবেন কাঙ্খিত পুরস্কার সেই প্রত্যাশায় সমর্থকরাও।
অসংখ্য ফুটবলারের মাঝ থেকে ১১ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে নাম আছে ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম, ভিনিসিউস জুনিয়র, ব্যালন ডি’অর জয়ী রদ্রি, লিওনেল মেসি, লামিন ইয়ামল, কিলিয়ান এমবাপ্পেরা।
এই তালিকায় ৩৭ বছর বয়সী মেসিকে নিয়ে হচ্ছে আলোচনা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এ বছর সর্বোচ্চ ৬ গোল করে বছর শেষ করেছেন মেসি। আর্জেন্টিনাকে এ বছর কোপা আমেরিকার শিরোপা উপহার দেয়া, তার অনুপ্রেরণামূলক পারফরম্যান্সে ২০২৩ লিগস কাপের পর মায়ামি ২০২৪ সাপোর্টার্স শিল্ড জিতেছে, যেটি এসেছে এমএলএস দলগুলোর মধ্যে রেকর্ড গড়ে।
তবে দ্য বেস্ট পুরস্কার জয়ের তালিকায় এগিয়ে থাকবেন স্প্যানিশ ফুটবলার ব্যালন ডি’অর জয়ী রদ্রি। আছেন ভিনিসিউস জুনিয়র। ইউরো জয়ী লামিন ইয়ামাল, জুড বেলিংহ্যামরা।
এদিকে কে হবেন এ বছরের সেরা কোচ? সেই লড়াই হবে কার্লো আনচেলত্তি, লিওনেল স্ক্যালোনি, ফুয়েন্তের মাঝে। চ্যাম্পিয়ন্স লিগ জেতানো রিয়াল কোচ, কোপা আমেরিকা জয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ পারফরম্যান্স আর্জেন্টাইন স্ক্যালোনিকে এগিয়ে রাখবে এই প্রতিযোগিতায়। তাছাড়া স্পেনকে ইউরো জেতানো লুইস দে লা ফুয়েন্তে আছেন এই তালিকার শক্ত দাবিদার।
গোলরক্ষকদের তালিকায় আছেন এডারসন, মার্টিনেজ, রায়া, লুনিন, দোনারুম্মাদের মতো তারকারা। শেষ পর্যন্ত কার হাতে উঠবে কাঙ্খিত ট্রফি। সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত।
তাছাড়াও দর্শকদের ভোটে পুস্কাস অ্যাওয়ার্ড জিততে পারবেন ফুটবলাররা। এই তালিকায় আছেন গার্নাচো, কুদুস, ডিমারকো, অ্যান্টনিস, ওমেডিরা। সবচেয়ে দৃষ্টিনন্দন গোলের জন্য দেয়া হয় এই পুরস্কার।
বিএইচ