

আকাশ রঞ্জনের নাটক মানেই মজার ছলে শিক্ষনীয় নাটক । এমনই এক মজার নাটক বাচাল বাচ্চু । আকাশ রঞ্জনের রচনায় ও পার্থিব মামুনের পরিচালনায় শুক্রবার রাত ৯.৩৫ এ চ্যানেল আইতে বাচাল বাচ্চু নাটকটি প্রচারিত হবে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির । আরো রয়েছেন অহনা ,কচি খন্দকার , আকাশ রঞ্জনসহ আরো অনেকে।
কথায় জয় কথায় ক্ষয়। অতিরিক্ত কথা বলতে গিয়ে বড় ধরনের বিপদে পড়ার কাহিনী নিয়ে নাটকের গল্প আবর্তিত হয়েছে। দেখতে চোখ রাখুন চ্যানেল আই'র পর্দায়।
নাটক সর্ম্পকে আকাশ রঞ্জন বলেন, আমি বিশ্বাস করি মানুষকে বিনোদনের পাশাপাশী কিছু শিক্ষনীয় বার্তা দিতে পারলে সমাজ পাল্টে যাবে। নবেল-নাটক থেকে মানুষ অনেক কিছু শেখে এখানে যদি কোন ভাল বার্তা না থাকে তাহলে এ নাটক তৈরি করে কি হবে।
তিনি বলেন, তাই আমি চেষ্টা করছি মানুষকে বিনোদনের পাশাপাশী কিছু শিক্ষনীয় বার্তা পৌছে দিতে। আমি গতানুগতিক নাটক তৈরি করতে চাই না। আমি আলাদা কিছু করতে চাই, যেটা দর্শক ভালভাবে নিবে।
সানবিডি/এসএস