মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কামাল উদ্দিন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিনের বাড়ি বরগুনা জেলায়।
ডাসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ভোরে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে একজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ৯ জন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সানবিডি/ঢাকা/এসএস