

গত ২ অক্টোবরের কথা সবার মনে না থাকলেও ভুলবেন না হলিউড রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। সেদিন প্যারিসে তিনি তার নিজ বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতের কবলে পড়েন। সেই একই ঘটনার শিকার হলেন বলিউডের বিতর্কিত নায়িকা মল্লিকা শেরাওয়াত। বিদেশি গণমাধ্যম ডেইলি মেইলের সূত্রে জানা যায়, প্যারিসে মল্লিকার ফ্ল্যাটে ঢুকে তাকে আক্রমণ করে কয়েকজন মুখোশধারী দুষ্কৃতকারী।
এই মুহূর্তে প্যারিসেই রয়েছেন মল্লিকা শেরাওয়াত। ফরাসি প্রেমিক সিরিল অক্সফঁসের সঙ্গে সময় কাটাতে মুম্বাই ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন তিনি। আর সেখানেই এমন ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হয়েছে মল্লিকাকে।
গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ প্রেমিক সিরিলের সঙ্গে নিজের ফ্ল্যাটে ঢোকেন মল্লিকা। ঘরের বাতি জ্বালাতেই তিনজন মুখোশধারী লোক তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়েন। আত্মরক্ষার কোনোও সুযোগ না দিয়েই তারা মল্লিকা এবং তার প্রেমিকের ওপর আকস্মিক আক্রমণ করেন। এরপর শারীরিকভাবে নিগ্রহ করা হয় মল্লিকাকে। বেশ কিছুক্ষণ প্রহারের পর দুজনকে ফেলে অ্যাপার্টমেন্ট ছেড়ে পালিয়ে যায় আক্রমণকারীরা।
এরপর মল্লিকা ইমার্জেন্সি পুলিশকে ফোন করতে সক্ষম হন। মল্লিকা ও তার প্রেমিক কেউই অবশ্য গুরুতরভাবে আহত হননি। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ডেইলি মেইলের সূত্র জানিয়েছে, মল্লিকার ফ্ল্যাটটি ছিল কিম কার্দাশিয়ানের সেই ফ্ল্যাটের পাশেই।
প্রাথমিকভাবে গোয়েন্দা পুলিশ ধারণা করছে, ডাকাতির উদ্দেশ্যেই এই আক্রমণ করা হয়। যদিও এখন পর্যন্ত মল্লিকার ওপর হামলাকারীদের পরিচয় জানা যায়নি। কিংবা নায়িকার ফ্ল্যাট থেকে কিছু চুরি হয়েছে কিনা, সেই সম্পর্কিত তথ্যও মেলেনি। আপাতত চলছে পুলিশি তদন্ত।
প্রসঙ্গত, প্রেমের নগরী বলা হয় প্যারিসকে। কিন্তু গতবছর থেকেই যেন আতঙ্কের নাম এই প্যারিস। ২০১৫ সালের ১৩ নভেম্বর সেখানে আই এস জঙ্গি হামলায় মারা যান অগণিত মানুষ। এরপর মাসখানেক আগেই এখানে ডাকাতের খপ্পরে পড়েছিলেন মার্কিন টেলিভিশন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। সেসময় তিনি হারান প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অলঙ্কার।
সূত্র: ডেইলি মেইল