শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
‘মীন সন্ধানী’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত - নভেম্বর ১৯, ২০১৬ ১২:৪৮ পিএম
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামুদ্রিক জরিপ জাহাজ ‘মীন সন্ধানী’র কমিশন প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামুদ্রিক জরিপ কাজের জন্য ব্যবহৃত এই জাহাজের উদ্বোধন করেন তিনি। দেশের সম্প্রসারিত সমুদ্রসীমায় ডিসেম্বর মাস থেকে সামুদ্রিক জীব বৈচিত্র্যের জরিপ কাজ শুরু হবে।
‘বাংলাদেশ মেরিন ফিসারিজ’-এর জাতীয় প্রকল্প পরিচালক আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে জীববৈচিত্র্য, বিশেষত সামুদ্রিক মাছ সম্পর্কিত এই জরিপ পরিচালনায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং মালয়েশীয় সরকার কারিগরি সহায়তা দেবে। এই জরিপের মূল লক্ষ্য একটি যুগোপযোগী নীতিমালার আওতায় স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা।
সানবিডি/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.