সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও।
সোমবার (২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি দুই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। টাকার পরিমাণে লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে উঠেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ২.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫০০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৩২ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১০২ কোটি ৯১ লাখ টাকার বা ২৬ শতাংশ।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৯৮টির এবং দর অপরির্তিত ছিল ৬১টির ।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৪টির এবং অপরির্তিত ছিল ৩৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে।
এএ