শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
টেকনাফে দেড় লাখ টাকার ইয়াবা জব্দ
প্রকাশিত - নভেম্বর ১৯, ২০১৬ ১:১৬ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা। তবে এ সময় কেউ আটক হননি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, শুক্রবার রাতে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগের ভেতরে ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে।
এদিকে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কর্মান্ডার লে. মোহাম্মদ নাফিউর রহমান জানান, একই দিন রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন সাইরং খালের পার্শ্ববর্তী পাহাড়ে ইয়াবা খালাসের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা পেলে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার দাম সাড়ে তিন কোটি টাকা। ইয়াবাগুলো তাদের হেফাজতে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.