শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
জাকির নায়েকের বিরুদ্ধে মামলা, স্বেচ্ছাসেবী সংগঠনে তল্লাশি
প্রকাশিত - নভেম্বর ১৯, ২০১৬ ৩:১৫ পিএম

বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোতে উসকানি দেয়া এবং বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়ের বিরুদ্ধে মামলা করেছে ভারতের 'ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
শুক্রবার সন্ধ্যায় ১৫৩এ এবং ইউএপিএ আইনে ওই মামলা করা হয়েছে।
মামলার নথিতে সন্ত্রাসী ও বেআইনি কর্মকাণ্ডে ভারতীয় যুবকদের উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে।
সর্বশেষ খবর অনুযায়ী, এনআইএ এর একটি দল জাকির নায়েকের মুম্বাইয়ে থাকা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইসলামিক রিসার্স ফাউন্ডেশনের ১০টি সেন্টারে তল্লাশি চালিয়েছে। পুলিশ তন্নতন্ন করে ওইসব কেন্দ্রে থাকা নথিপত্র পরীক্ষানিরীক্ষা করে দেখে।
এর আগে গত ১৫ নভেম্বর জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠনটিকে বেআইনি ঘোষণা করে ভারত সরকার। আগামী ৫ বছরের জন্য সংগঠনটিকে বেআইনি ঘোষণা করা হয়।
বাংলাদেশের গুলশানে হামলাকারীরা জাকির নায়েকের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হয়েছিলো বলে দাবি উঠলে জাকির নায়েককে গ্রেফতার ও তার স্বেচ্ছাসেবী সংগঠনটিকে বেআইনি ঘোষণার উদ্যোগ নেয় ভারত।
ভারতে থাকলেই গ্রেফতার করা হতে পারেন, এই আশঙ্কায় বিদেশে পাড়ি দেন জাকির নায়েক। এমনকি, গ্রেফতার এড়াতে বাবার শেষকৃত্যেও হাজির হননি তিনি। বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন 'বিতর্কিত' এই ধর্ম প্রচারক।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.