থার্মেক্স গ্রুপের সব প্রতিষ্ঠানের দায়দেনা বিবরণী তলব

অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-০৪ ১৬:০৯:৪৪


থার্মেক্স গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানসমূহের সকল দায়দেনা বিবরণী আজ বুধবারের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনাদের ব্যাংকে থার্মেক্স গ্রুপভুক্ত সকল প্রতিষ্ঠানের ৩০/১১/২০২৪ ভিত্তিক দায়দেনা বিবরণী আগামী ০৪/১২/২০২৪ তারিখের মধ্যে প্রেরণের জন্য আপনাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্দেশনা প্রেরণ করা হলো।

বিএইচ