বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
আলেপ্পোর হাসপাতালে বিমান হামলা অব্যাহত : ডব্লিউএইচও
প্রকাশিত - নভেম্বর ২০, ২০১৬ ১০:৩০ এএম
আলেপ্পোর হাসপাতালগুলোতে সিরিয়ান সরকার হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা জানায়, বিদ্রোহী অধিকৃত এই অঞ্চলের সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
বিবিসি ডব্লিউএইচও'র বরাত দিয়ে জানায়, সম্প্রতি চালানো বিমান হামলাগুলো হাসপাতালকে কেন্দ্র করা চালানো হয়েছে। আর সে কারণেই হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অপর এক রিপোর্ট থেকে অবশ্য জানা যায়, হাসপাতালগুলো সচল আছে। কিন্তু বারবার হাসপাতাল কেন্দ্রিক বিমান হামলা হওয়ায় মানুষ সেখানে চিকিৎসা সেবা নিতে ভয় পাচ্ছে এবং যাচ্ছে না।
এদিকে হাসপাতালকে কেন্দ্র করে বারবার চালানো বোমা হামলাকে 'জঘন্য' বলে মন্তব্য করেছে হোয়াইট হাইজ।
'হোয়াইট হেলমেট' হিসেবে পরিচিত 'দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স' নামের একটি ভলান্টিয়ার দল জানায়, বিদ্রোহী অধিকৃত আলেপ্পোর পূর্বাঞ্চলে শনিবার চালানো বিমান হামলায় ৬১ জন সাধারণ নাগরিক মারা গেছেন।
উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ অস্ত্র বিরতির পর আবারো আলেপ্পোয় বিদ্রোহী অধিকৃত এলাকায় হামরা চালানো শুরু করেছে সিরিয়ান সরকার। সেখানে বর্তমানে স্বাস্থ্য সেবার তীব্র সংকটের পাশাপাশি খাদ্য সংকট দেখা দিয়েছে। বিবিসি
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.