দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ‘তুমিহীনা’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে সম্প্রতি প্রকাশিত হয়েছে। মাহমুদ মানজুরের কথায় ‘তুমিহীনা’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। বাংলাদেশের অন্যতম মোবাইল এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাডবক্স বাংলাদেশ লিমিটেড’-এর প্রযোজনায় ভিডিওটিতে শ্রাবণ্যর বিপরীতে মডেল হয়েছেন আজাদ।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানটি এমনিতেই অনেক সুন্দর। তবে ভিডিওটি দেখার পর মনে হলো ষোলকলা পূর্ণ হলো। আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি। একটি ভালো গানের প্রমোশন এ রকমই হওয়া উচিত।’
শ্রাবণ্য জানান, গানটি তাঁর খুব প্রিয় এবং এর সঙ্গে জড়িত দুজন সংগীতশিল্পী তাঁর বেশ পছন্দের। একজন কুমার বিশ্বজিৎ অন্যজন জয় শাহরিয়ার। সে কারণেই কাজটি আনন্দ নিয়ে করেছেন তিনি।
আজব কারখানার ব্যানারে সম্প্রতি বর্ণ চক্রবর্তীর নির্দেশনায় গাজীপুরের জিন্দা পার্কে ভিডিওটির ব্যয়বহুল চিত্রায়ন হয়। যেখানে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা ও দৃষ্টিনন্দন লোকেশনের চমক।
গানটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের সিইও শফিকুল ইসলাম বলেন, ‘শ্রাবণ্য-আজাদ ছাড়াও কুমার বিশ্বজিতের মতো একজন কিংবদন্তি শিল্পী এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন। এমন একটি মিউজিক ভিডিও দর্শক ও শ্রোতাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।’