বিজয় দিবস উপলক্ষে ১৬ কারাবন্দির সাজা মওকুফ
আপডেট: ২০২৪-১২-০৫ ১৯:৩১:১৯
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ জন সাজাপ্রাপ্ত কারাবন্দির অবশিষ্ট সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগ করা কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ওই বন্দিদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে।
বিএইচ