হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি দিতে হবে ভারতকে: উপদেষ্টা মাহফুজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-০৫ ২০:৫৪:৫৬


উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে। এর স্বীকৃতি দেয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করবো।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমাদের যখনই কথা বলার সুযোগ হয়েছে আমরা বলেছি যে আপনাদের মিডিয়ার ভূমিকাকে কার্টেইল করতে হবে। এই অপতথ্য দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে হুমকিস্বরূপ। আমরা এটা বলেছি। আমরা আশা করবো তাদের সুমতি হবে।

মাহফুজ আলম বলেন, তৃণমূলে কোথাও সংখ্যালঘুদের উপর হামলা হলে সত্য ঘটনা তুলে আনুন, কেউ যেন ভয়ের মধ্যে না থাকে। দেশটা সবার সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়তে হবে।

এম জি