ছোট পর্দার মডেল তানিয়া বৃষ্টি আসছে একেবারে ভিন্ন একটি গল্পের ছবিতে। গল্পের নাম ‘যদি তুমি জানতে’। বৃষ্টি জানান, এ ছবির গল্প এক নবজাতককে ঘিরে। যাকে গির্জার সামনে পেয়ে সেখানকার লোকজন লালন-পালন করে। বেড়ে ওঠে সেই শিশু। এক সময় গির্জার একটি মেয়ে তার প্রেমে পড়ে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সমাজ। কারণ ছেলেটি কোন ধর্মের তা কেউ জানে না। আবার শৈশবে ছেলেটি এই মেয়ের মায়ের বুকের দুধ পান করে বেড়ে উঠেছে।
তানিয়া বলেন, গল্পটি অন্যরকম তো বটেই, সেইসঙ্গে বেশ স্পর্শকাতর। এখানে ধর্ম, মাতৃত্ব ও প্রেমের বিষয়টি অনেক জটিলভাবে উঠে এসেছে। এমন ভিন্নমাত্রার গল্পের ছবি এর আগে এখানে হয়নি। এটা আমি নিশ্চিত করেই বলতে পারি।
জানা গেছে, ‘যদি তুমি জানতে’ বাংলাদেশে মুক্তির আগে তিনটি দেশে প্রদর্শিত হয়েছে। এসএম শাকিলের কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা নদী ও ফিরোজ। মো. আশরাফুল ইসলাম মজুমদারের প্রযোজনায় ছবিটির পরিবেশনায় রয়েছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট।
ছবিটিতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়ক আশরাফ কিটু। আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শাহেদ শরীফ খান, মুনিরা মিঠু, রাখি প্রমুখ।