বিজিএমইএ প্রশাসকের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-১২-০৬ ১৭:৫৯:৩৩


বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য রেজওয়ান সেলিম।

বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেন বিশ্বে টেক্সটাইল উৎপাদনে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি এবং পোশাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণের ওপর জোর দেন। তিনি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে সাসটেইনেবিলিটি, মান উন্নয়নে এবং নতুন নতুন উদ্ভাবনের জন্য বিজিএমইএ এর চলমান প্রচেষ্টাগুলো জোরালোভাবে তুলে ধরেন।

রাষ্ট্রদূত মারুফ উভয় দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পোশাক শিল্পের প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এএ