তেঁতুলিয়ার তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-০৭ ১০:৫৩:৩৯
হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রার পারদ রয়েছে ১২ ডিগ্রির ঘরে।
এ বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, হিমালয়ের কাছে হওয়ায় ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভব করছে এই এলাকার মানুষ। বেশ কিছুদিন ধরে তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সরজমিনে ঘুরে দেখা যায়, শীতের দাপটে জবুথবু অবস্থা প্রান্তিক মানুষদের। শীত মাড়িয়েই ভোর থেকে কাজে বেরিয়ে পড়েছেন তারা।
স্থানীয় চা ও পাথর শ্রমিকরা জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে তীব্র শীত অনুভব হয় তেঁতুলিয়ায়। সকাল ও সন্ধ্যায় কুয়াশায় ঢেকে থাকে রাস্তাঘাট। এর মধ্যেই তাদের কাজে বের হতে হয়।
এনজে