বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত: ডা. জাহিদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-০৭ ১৪:৫৭:২৪
ভারত বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েজ অব টাইমস আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতের উগ্রবাদীরা।’
নিজের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চুপ বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে। উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত৷’
জনগণ কোন ষড়যন্ত্র মেনে নেবে না উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খুন, লুটপাট আর নির্যাতনের কারণে বিচারের মুখোমুখি হবে ভেবেই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
বিএইচ