আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-০৭ ১৭:১৮:১৩


দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। আয়ারল্যান্ডের ১৩৪ রানের জবাবে ১৭ বল বাকি থাকতে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জবাবটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উইকেট বিলিয়ে দিতে দেখা যায় নিগার সুলতানাদের।

পাওয়ার প্লের সুবিধাটা নিতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ৬ ওভারের আগেই টাইগ্রেসরা ২২ রান তুলতেই হারিয়ে ফেলে চার উইকেট। দলীয় স্কোর বোর্ডে ৫০ রান তুলতে তাদের খরচ হয় ৯ ওভারেরও বেশি। এমন খাদের সামনে চলে আসা দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন শারমিন আক্তার। স্বর্ণা আক্তারের সঙ্গে জুটি গড়ে রান বাড়িয়ে নেন দলের স্কোরবোর্ডে। স্বর্ণা ২০ রান করে আউট হলেও ব্যাট হাতে ক্রিজ আগলে ছিলেন শারমিন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন তিনি। আর কোনো বড় ইনিংস করতে না পরায় ৮৭ রানেই থেমে যায় স্বাগতিকরা ।

এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৪ রান করে লুইস আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন হান্টার।

তিন নম্বরে ব্যাট করতে নেমে রান তুলতে থাকেন ওরালা প্রেন্ডারগাস্ট। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই আইরিশ ব্যাটার। এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল। কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল।

শেষ দিকে ডেলানি ৩৫ রানে আউট আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এ ছাড়াও জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট।

বিএইচ