সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-০৯ ১২:৩০:৪৭
সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে রুশ প্রতিনিধি জানিয়েছেন, সোমবার ( ৯ ডিসেম্বর) বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জাতিসংঘে রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন যে তিনি আশা করছেন বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হতে পারে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে সেদিন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন, রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের ‘গভীরতা ও ফলাফল’ কী হতে পারে, সেটা এখনো স্পষ্ট নয়।
দিমিত্রি পলিয়ানস্কি বিশেষভাবে উল্লেখ করেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন।
বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে রবিবার বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে একটানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।
সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ।
এনজে