চট্টগ্রামের বোয়ালখালীতে সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা ভূমি অফিসের ভবন থেকে পড়ে আবুল কালাম (৫০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত আবুল কালাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকার বাসিন্দা।
তিনি পৌর সদরের খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভবনের ২য় তলায় বর্ধিত বারান্দার ছাদে টিন লাগানোর কাজ করছিলেন আবুল কালাম আজাদ। এসময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। এরপর চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আলী মিয়া লাকু।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, এটি একটি দুর্ঘটনা। মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে।
এনজে