সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৭ বারে ২৯ লাখ ২৯ হাজার ৭৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সায়হাম কটনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৯৮ বারে ৮৪ লাখ ৬২ হাজার ৪১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ২১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১৪ বারে ২ হাজার ৬৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্যারামাইন্ট ইন্স্যুরেন্সের ৭.৩২ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ৬.৭১ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৬.৪৮ শতাংশ, আইসিবি এমপ্লেয়েজ প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান’র ৫.৬৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.৬৬ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৪৯ শতাংশ এবং ফনিক্স ইন্স্যুরেন্সের ৫.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস