দর পতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-১০ ১৫:৫১:৩৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭২ বারে ২ লাখ ৮৭ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৭৬ বারে ১১ লাখ ৪২ হাজার ৮৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৯২ বারে ৩ লাখ ৩৭ হাজার ৬৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– খান ব্রাদার্সের ৪.৪২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৪.২৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬২ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৩.৪১ শতাংশ, মুন্নু সিরামিকের ৩.৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৩৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ার দর ৩.২৫ শতাংশ কমেছে।
এসকেএস