জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার পর জাপানের উপকূলীয় এলাকায় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে সুনামি আঘাত হানে। এ সময় সাগরের পানির উচ্চতা ছিলো ১ দশমিক ৪ মিটার (সাড়ে ৪ ফুট)।
দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যোগাযোগ। তবে ভূমিকম্প ও সুনামিতে হতাহতের কোনো খবর বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। টোকিও ইলেকট্রিক পাওয়ারের কর্মকর্তার বরাত দিয়ে এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
বিবিসি ও এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে জাপানের উত্তর পূর্বাঞ্চলে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের উপকূলে ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পরই এ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়।
২০১১ সালে জাপানে ভয়াবহ সুনামি হয়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়। এ সময় সুনামিতে ১৮ হাজারেরও বেশি মানুষ মারা যায়।