এনসিএল টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান জিসান
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৪-১২-১১ ১৪:৩২:৪৯
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী আসর। প্রথম ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে টুর্নামেন্টর প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ জিসান আলম।
বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা ডিভিশনের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেট ডিভিশনের এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম বাংলাদেশি সেঞ্চুরিয়ান এখন জিসান।
এই তালিকায় শীর্ষে আছেন পারভেজ হোসেন ইমন। বিপিএলে ২০২০ সালে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি। এর আগে ২০১৯ সালে ঢাকা ডাইনাইটসের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। যা দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়।
ইনিংসের ১৪তম ওভারে স্পিনার আরাফাত সানিকে একটানা ৫টি ছক্কা হাঁকান জিসান। ওভারের প্রথম বলে দৌড়ে ২ রান নেন তিনি। এরপর স্ট্রাইকে গিয়ে পরবর্তী ৫ বলে ৫ ছক্কা হাঁকান এই তরুণ ব্যাটার।
জিসানের ১০০ রানের ইনিংস ছাড়া ১৭ বলে ৩০ রান করেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১৭ বলে ৩০ রান করেন তৌফিক খান তুষার। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান তুলেছে সিলেট।
বিএইচ