বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-১৪ ১০:৪৯:৩৮


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহটিতে ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ টাকার বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায়  ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ টাকা বা ১.৬৯ শতাংশ।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৬১০ কোটি ৮২ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২১ কোটি ৭৪ লাখ  টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৪০ পয়েন্টে এবং ১ হাজার ৮৮১ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬ টির, দর কমেছে ২৯৩ টির এবং ২৩টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস