শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-১৪ ১৩:০৫:৫৬


তীব্র কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় রাত ১১টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তবে ভোর ৫টায় কুয়াশা কিছুটা কম থাকায় দুইটি ফেরি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। আবার কুয়াশা বাড়ায় ফেরি চলাচল বন্ধ করা হয়। নদীতে এখন কুয়াশা না থাকায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীতে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর মধ্যে ভোর ৫টায় কুয়াশার ঘনত্ব কমে এলে দুইটি ফেরি ছাড়া হয়। পরে আবার বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এনজে