ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ।
রোববার (১৫ ডিসেম্বর ) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।
প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ৬ জানুয়ারি সকাল ৯ টায় পরীক্ষা শুরু হবে এবং আগামী ২৭ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং মিরপুর সরকারি বাঙলা কলেজ।
এম জি