জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে আজ ২৪-১১-২০১৬ তারিখ বৃহস্পতিবার ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। ক-ইউনিটে ২ টি বিভাগ: বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ৩ টা হতে ৪টা পর্যন্ত জোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের পরীক্ষায় একজন ভূয়া শিক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমান আদালত এক বছরের কারাদন্ডসহ ২০০ টাকা জরিমানা করেছে । ‘ক’ ইউনিটে মোট আবেদন পড়েছিল ৫৩২৯ টি আর আসন সংখ্যা ১৩০। পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় তাঁর সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মুশাররাত শবনম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, প্রক্টর ড. মো: জাহিদুল কবীর। আগামীকাল শুক্রবার খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্বের ঘোষণা অনুযায়ী ।
সানবিবি/জাককানইবি/আজিজার/এসএস