রোহিঙ্গাদের নিবন্ধন ‘আপাতত নয়’

প্রকাশ: ২০১৬-১১-২৪ ১৭:৫৮:৪০


rohingyaমিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের নিবন্ধন ‘আপাতত নয়’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের (রোহিঙ্গা) গণনা চলছে, সংখ্যাটা নির্দিষ্ট করছি। তারপর দেখা যাক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গাদের শুমারি করছে। এখনো প্রকাশিত হয়নি। কয়েক লাখ তো হবেই। আগামী মাসের শেষ নাগাদ তা প্রকাশ করা হবে।’

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর সীমাবদ্ধতা তুলে ধরে তিনি আরো বলেন, ‘কিছু এ রকম কেস এসেছে যে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের ঢুকতে না দিয়ে পারা যায়নি। যারা ঢুকে পড়েছে তাদের খাবার, চিকিৎসা দেয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।