কিরগিজস্তানের প্রধানমন্ত্রী আকিলবেক বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-১৬ ১৬:১২:০২

কিরগিজ প্রধানমন্ত্রী আকিলবেক জাপারভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট সাদির জাপারভ।
সোমবার (১৬ ডিসেম্বর) প্রেসিডেন্ট প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
জাপারভকে অন্য পদে স্থানান্তরের কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রেসিডেন্টের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। জাপারভ ২০২১ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
প্রেসিডেন্সিয়াল প্রশাসন আরেকটি বিবৃতিতে জানিয়েছে, এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী আদলবেক কাসিমালিয়েভকে।
কিরগিজস্তান, মধ্য এশিয়ার একটি পার্বত্য দেশ এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, ১৯৯১ সালে স্বাধীনতার পর থেকে বড় রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, এর অর্থনীতি রাশিয়ায় কাজ করা লাখ লাখ অভিবাসী শ্রমিকদের কাছ থেকে পাঠানো রেমিটেন্সের ওপর অনেক বেশি নির্ভর করে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পঞ্চমাংশ তৈরি করে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













