রাজধানী শ্যামলীতে অবস্থিত 'শিশু মেলা' সিলগালা করে তা দখলে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। দীর্ঘ এক যুগ অবৈধ দখলে থাকার পর শনিবার পার্কটি দখলে নেয় সংস্থাটি। শনিবার বেলা সোয়া ১১টার দিকে পার্কে আসেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ এক যুগ ধরে প্রতি তিন বছরের জন্য এক লাখ ৪৫ হাজার টাকার বিনিময়ে পার্কটি ইজারা দেওয়া হচ্ছিল। ইজারা চুক্তি শেষে আমরা পার্কটি দখলের সিদ্ধান্ত নিই। কিন্তু একের পর মামলা আর রিটের কারণে আমরা দখলে যেতে পারিনি। এখন আমাদের পক্ষে রায় এসেছে। আমরা জয়ী হয়েছি। তাই পার্কটি দখলে নিয়েছি। তিনি বলেন, এদের অনেকেই দখলদার। আমরা বলি এরা চোর। সাধারণ মানুষের জমি আর দখলে যেতে দেয়া হবে না।
মেয়র আরো বলেন, শিশু মেলা আজ থেকে বন্ধ। আপনারা (দখলদাররা) আমাদের সাথে কথা বলেন। আমরা একটা ‘সিজার লিস্ট’ তৈরি করবো। মালামালের কোনো ক্ষতি হবে না। আপনারা সাধারণ মানুষের জমি দখল করে আছেন। আজ থেকে আপনাদের এখানে কোনো অধিকার নেই।