সৌদি আরবে ৫ বছরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-১৭ ১২:২৩:৪২


মরুর দেশ সৌদি আরবে গত ৫ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পেরিয়েছে সৌদি সংবাদামধ্যমগুলোর বরাতে জানা গেছে, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৫ ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা।

তুরাইফ শহরে অবস্থানরত বাংলাদেশীদের সাথে কথা বলে জানা যায় গত পাঁচ বছরে এত সর্বনিম্ন তাপমাত্রা কখনও তুরাইফ শহরে হয়নি। তারা আরো জানান তুরাইফ শহরের বিভিন্ন অঞ্চলে মাইনাস ১/২

এমনকি অনেক জায়গায় মাইনাস ৩ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা।

এনজে