দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১২-১৭ ১৫:২৫:৪৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯০৩ বারে ২৪ লাখ ১ হাজার ৮০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭০৫ বারে ৪৩ লাখ ৩৬ হাজার ৪৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৮৮ বারে ১ লাখ২ হাজার ৪৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৭.৮৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫.২৬ শতাংশ, রূপালী বাংকের ৪.২৪ শতাংশ, পাইনিওর ইন্স্যুরেন্সের ৪.২১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১০ শতাংশ এবং বিকন ফার্মার ৪.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস