ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঝালকাঠি শাখা আয়োজিত পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভা ২২ নভেম্বর ২০১৬, মঙ্গলবার ঝালকাঠির কেফায়েতনগরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম ও মো: মিজানুর রহমান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূইয়াঁ, এফসিএ, বরিশাল জোনপ্রধান মো. আবদুস সালামসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পল্লী উন্নয়ন প্রকল্পের ১৪টি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও ৫৫০জন সদস্য এসময় উপস্থিত ছিলেন।
প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক ধনী দরিদ্রের মাঝে ব্যবধান কমিয়ে আনতে বাস্তবভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। এই ব্যাংক ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির আদর্শে পরিচালিত। পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র পূঁজি নিয়ে পূঁজিহীন মানুষের স্বাবলম্বী হওয়ার স্বপ্নের বাস্তবায়ন করছে এই ব্যাংক। এ ব্যাংক ২০ হাজার গ্রামের ১০ লাখ পরিবারকে দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করেছে উল্লেখ করে তিনি পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে আরো বেশি বিনিয়োগ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নারী ক্ষমতায়ন ও দারিদ্র দূরীকরণে অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ সেবা ছড়িয়ে দেয়ার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।
বক্তারা বলেন ইসলামী ব্যাংক আর্ত-মানবতার সেবা ও বঞ্চিত মানুষের কষ্ট দূর করতে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র শিল্পের বিস্তার ও নারী ক্ষমতায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তারা।
মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠান। এই ব্যাংক সর্বসাধারণের প্রকৃত চাহিদা অনুযায়ী বিনিয়োগ দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা উন্নয়নে ক্রমেই সাহসী করে তুলছে। বন্টনমূলক সুবিচার ও ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে এ ব্যাংক নারী-পুরুষকে সমানভাবে স্বাবলম্বী করছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বিনিয়োগ সেবা গ্রহণ করে সকলকে উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নিজেদের আত্ববিশ্বাসী করে গড়ে তোলার আহবান জানান তিনি।