দেশের বাহিরে আইসিটি খাতে বাংলাদেশের ভাবমূর্তি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বেসিস আয়োজিত ‘জাপান ডে’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশ বিগত বছরগুলোতে বিদেশি বিনিয়োগের কথা বলে আসলেও কাঙ্ক্ষিত ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে পারেনি।
রাষ্ট্রদূত বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সমর্থন দিবে জাপান। এতদিন বাংলাদেশের আইসিটি কার্যক্রমকে জাপানি ব্যবসায়ীরা ভালোভাবে না দেখলেও, আগামী দিনে বাংলাদেশ ভালো করবে।
এদিকে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এবং জেটরো জানিয়েছে, শিগগিরই অর্ধদক্ষ পর্যায়ের ১ হাজার আইসিটি সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।
এছাড়া প্রতিবছর বাংলাদেশে যেসব আইটি কেন্দ্রিক স্টার্ট আপ ও ফাইনটেক কোম্পানি বাজারে আসছে তাদেরকেও সাহায্য করার আগ্রহের কথা জানিয়েছে জাইকা এবং জেটরো।
বিএইচ