সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্ব এখন আর মধ্যবিত্তদের হাতে নেই। আগে আওয়ামী লীগ করেছে স্কুলের শিক্ষক, উকিল, শ্রমিক।
তারাই আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতো। আওয়ামী লীগের সেই নেতৃত্ব চলে গেছে লটেরা ধনীক শ্রেণীর হাতে। মুক্তিযুদ্ধের চেতনা এখন ভুলুন্ঠিত। সরকার বঙ্গবন্ধুর মুল চেতনা থেকেও দুরে সরে গেছে আওয়ামী লীগ । আওয়ামী লীগ এখন বামপন্থীদের চেয়ে ডানপন্থীদের সাখে বেশি সখ্যতা দেখাচ্ছে।
ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউট মিলনায়তনে আজ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। এতে অন্যদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া প্রমুখ বক্তব্য রাখেন। এতে ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ অসুস্থতার কারণে উপস্থিত থাকেতে পারেননি।