রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
রোহিঙ্গাদের ব্যাপারে সরকার নিশ্চুপ : মোশাররফ
প্রকাশিত - নভেম্বর ২৬, ২০১৬ ৫:১৬ পিএম
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার এবং তাদের সমস্যা সমাধানের ব্যাপারে সরকার নিশ্চুপ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী মহিলাদলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ। কিন্তু পার্শবর্তী দেশ মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে সে ব্যাপারে বাংলাদেশ সরকার নিশ্চুপ। কারণ এরা জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই সরকারকে একটি বিষয় পরিষ্কার করতে হবে। হয় নৌকায় ভেসে আসা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে উদ্যোগ নিন অথবা সাময়িকভাবে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পরবর্তীতে কূটনৈতিক ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করুন। বিএনপি প্রত্যাশা করে বাংলাদেশ সরকার নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে, অগ্রণী ভূমিকা পালন করবে।
মোশাররফ আরও বলেন, নীল নকশার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা বিএনপির নাই। বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। অথচ জোর করে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকা আওয়ামী লীগ সেই সুষ্ঠু নির্বাচনের পথে যাচ্ছে না। তারা জানে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগের জামানত থাকবে না।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলছেন, বিএনপি না কি গণতন্ত্র হত্যা করেছে। অথচ বিএনপির ইতিহাস গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করা। একটি কথা স্পষ্ট করে বলছি বিএনপি নয়, আওয়ামী লীগ গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার হত্যা করেছে। তাই আবারও গণতন্ত্র হত্যার পায়তারা চালাচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.