চীনের জ্বালানি তেল আমদানি ১৪.৩ শতাংশ বেড়েছে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-১৯ ১৪:১৮:৫৬
চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত মাসে বেড়েছে। এ সময় দেশটির আমদানির পরিমাণ ছিল দৈনিক গড়ে ১ কোটি ১৮ লাখ ১০ হাজার টন, যা গত বছরের নভেম্বরের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ বেশি। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর রয়টার্স।
পরিসংখ্যান ব্যুরো আরো জানায়, চলতি বছরের নভেম্বরে চীনের জ্বালানি তেল পরিশোধন কার্যক্রম দশমিক ২ শতাংশ বেড়েছে। গত মাসে পরিশোধনকারী কোম্পানিগুলো মোট ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার টন জ্বালানি তেল পরিশোধন করে। দৈনিক হিসেবে যা ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ব্যারেলের সমান।
এছাড়া নভেম্বরে অভ্যন্তরীণ উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়ে দৈনিক গড়ে ৪২ লাখ ব্যারেলে পৌঁছেছে।
হিসাব অনুযায়ী, গত মাসে চীনের জ্বালানি তেল উদ্বৃত্তের পরিমাণও রেকর্ডে দ্বিতীয় সর্বোচ্চ। গত মাসে দেশটির উদ্বৃত্তের পরিমাণ ছিল দৈনিক গড়ে ১৭ লাখ ৭০ হাজার ব্যারেল। অক্টোবরে চীনে রেকর্ড দৈনিক গড়ে ১৮ লাখ ৫০ হাজার ব্যারেল জ্বালানি তেল উদ্বৃত্ত ছিল।
চীন তার কৌশলগত ও বাণিজ্যিক মজুদাগারগুলোর মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের পরিমাণ সাধারণত প্রকাশ করে না। মোট আমদানি ও অভ্যন্তরীণ উত্তোলনের সমষ্টি থেকে পরিশোধন করা জ্বালানি তেল বিয়োগ করে উদ্বৃত্তের পরিমাণ হিসাব করা হয়।
এনজে