সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
মান্নার কারামুক্তিতে বাধা নেই
প্রকাশিত - নভেম্বর ২৮, ২০১৬ ১০:৩৫ এএম
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগের দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামিন দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাকে এ জামিন দেয়া হয়। একই সঙ্গে আদালত তার পাসপোর্ট নিম্ন আদালতে দাখিল করতে বলেছে।
হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রিট টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
আপিল বিভাগের এই আদেশের ফলে মান্নার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী মো. ইদ্রিসুর রহমান।
গত বছরের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগে পৃথক দুইটি মামলা করে পুলিশ। এ দুই মামলায় হাইকোর্ট তাকে জামিন দেয়।
পরে জামিনের বিরুদ্ধে রিট টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ। আবেদেনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং মান্নার পক্ষে অ্যাডভোকেট মো. ইদ্রিসুর রহমান করেন গুনানি করেন। আজ শুনানি শেষে হাইকোর্টের জামিল বহাল রেখে উপরোক্ত আদেশ দেয়া হয়।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.