রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন। ভেতরে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে।
তাঁরা আরও জানান, ব্যাংকের এই শাখাটিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা এ ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মাইকিং করছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভবনের ভেতরে কী পরিমাণ ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নির্ণয়ের চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ বলেন, বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ডাকাত দলের সদস্য ভেতরে অবস্থান করছিলেন। বাইরে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের সদস্যরাও রয়েছেন। ভেতরে কতজন অবস্থান করছেন এখনো জানতে পারিনি আমরা।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বলেন, ডাকাত দলের সদস্যদের হাতে অস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার কথা চিন্তা করে অভিযানে না গিয়ে প্রথমে তাঁদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।
রুপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ভেতরের কর্মকর্তারা এখন পর্যন্ত ভাল আছেন। ডাকাতরা তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করেনি।
এএ