হত্যা মামলায় সাদপন্থিদের মুখপাত্র মুয়াজ গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১২-২০ ১২:২১:২৬


টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি খুনের ঘটনায় সা’দ অনুসারীর মুখপাত্র মুয়াজ বিন নূরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হিয়।

জুবায়ের অনুসারীর দায়ের করা মামলায় গ্রেফতার নূর এজাহারভুক্ত ৫ নম্বর আসামী। সে উত্তরার ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। নূর সা’দ অনুসারীর মূখপাত্র হিসেবে পরিচিত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইস্কান্দার হাবিব জানান, টঙ্গী  ইজতেমা মাঠে তিন খুনের ঘটনায় বৃহস্পতিবার জুবায়ের অনুসারীর এক মুসল্লি মামলা দায়ের করে। ওই মামলার সে এজাহারভুক্ত ৫ নম্বর আসামী। মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করব। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সিনিয়র কর্মকর্তারা ছিলেন।

এনজে