রোববার, ৫ জানুয়ারী ২০২৫
স্কয়ার থেকে সিআরপিতে খাদিজা
প্রকাশিত - নভেম্বর ২৮, ২০১৬ ১২:৩৪ পিএম
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে রিহ্যাব ফিজিওথেরাপি দেয়ার জন্য সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) -এ স্থানান্তর করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপিতে নেয়া হয়।
খাদিজার চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, পুরোপুরি সুস্থ হওয়ারর জন্য ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপী করানো উচিত বলে মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছিল। সে কারণেই আজ সকালে খাদিজাকে সিআরপিতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.