কিশোর কুমারের সেই বিখ্যাত ‘সারা জমানা’ গানটি মনে আছে? ফের তা শোনা যাবে হৃতিকের পরবর্তী ছবি ‘কাবিল’-এ। আসলটি নয়, রিমেক ভার্সনে। আর সেই গানে নাকি চুটিয়ে পারফর্ম করেছেন গ্ল্যামারাস ঊর্বশী রাউতেলা।
সঞ্জয় গুপ্তের পরিচালনায় এর আগে অনেকগুলো হিট গান পেয়েছেন দর্শকেরা। পরিচালকের দাবি, ‘কাবিল’-এর ‘সারা জমানা’ রিমিক্স ভার্সানও দর্শক মাতাবে। ‘সারা জমানা’তে অমিতাভের সেই নাচ আর আলো লাগানো পোশাক আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে সঞ্জয় গুপ্তের দাবি, আগামী বছর ‘কাবিল’ ছবির এই গানই হিটলিস্টের উপর দিকে থাকবে।
গানটি ছবিতে আইটেম সং হিসেবে ব্যবহার করা হয়েছে। পরিচালক জানিয়েছেন, পাঁচ ফুট আট ইঞ্চির ঊর্বশীকে এই গানে বোল্ড অবতারে দেখা যাবে। এতটা খোলামেলা হয়ে এর আগে আর কোনও ছবিতে কাজ করেননি তিনি। গানটি নিয়ে খোদ ঊর্বশী বেশ এক্সাইটেড। কিন্তু, শুরুতে বিগ-বি অভিনীত সেই বিখ্যাত গানে পারফর্ম করতে হবে শুনে নাকি খানিকটা ভয়ই পেয়েছিলেন তিনি। ঊর্বশী বলেন, “এর আগে গোটা একটা আইটেম সঙে কাজ করা হয়নি আমার। এতে পারফর্ম করে আমার খুব ভাল লাগছে।”
সুপারহট ঊর্বশীর সেই আইটেম নাম্বার দেখতে আপাতত অপেক্ষা আগামী ২৬ জানুয়ারির। সে দিনই রিলিজ করছে ‘কাবিল’।