ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩৩২ বারে ৪৫ লাখ ২৯ হাজার ৬৭৩টি শেয়ার লেনদেন করে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৮৪ বারে ১২ লাখ ২৯ হাজার ১৮৪টি শেয়ার লেনদেন করে।
গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, তুং হাই নিটিং, সামিট অ্যালায়েন্স পোর্ট ও অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।